বিএনএ বিশ্ব ডেস্ক: ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে দ্রুতগামী ট্রাকের চাপায় ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। খবর- এনডিটিভি।
ভারতীয় গণমাধ্যম জানায়, রোববার (২০ নভেম্বর) রাতে রাজ্যটির বৈশালী জেলায় ধর্মীয় শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষকে একটি দ্রুতগামী ট্রাকচাপা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।
বিহার রাজ্যের রাজধানী পাটনা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে উত্তর বিহার জেলার দেসরি থানা এলাকায় রোববার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মূলত ‘ভূমি বাবা’ নামে পরিচিত স্থানীয় এক দেবতার কাছে প্রার্থনা করার জন্য ধর্মীয় শোভাযাত্রাটি রাস্তার পাশের একটি ‘পিপল’ গাছের সামনে জড়ো হয়। একপর্যায়ে দ্রুতগামী ট্রাক শোভাযাত্রার ওপরে উঠে পড়ে এবং হতাহতের ঘটনা ঘটে।
এদিকে, এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে প্রত্যেক নিহতের পরিবারকে ২ লাখ রুপি এবং আহত প্রত্যেক ব্যক্তিকে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
বিএনএনিউজ২৪/এমএইচ