৭:১০ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » পাকিস্তানকে ৩উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল

পাকিস্তানকে ৩উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল

বাংলাদেশ নারী ক্রিকেট দল 

স্পোর্টস ডেস্ক:  রোববার(২১নভেম্বর) জিম্বাবুয়ের রাজধানী হারারেতে আইসিসি বিশ্বকাপ ২০২১ বাছাই পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

স্থানীয় সময় সকালে টস জিতে বাংলাদেশ ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।  খেলায় প্রথমে পাকিস্তান নারী ক্রিকেট দল ব্যাট করে ৫০ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৭রান সংগ্রহ করে। জবাবে ২০২ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ নারী ক্রিকেট দল সমসংখ্যক উইকেট হারিয়ে ২ বল বাকি থাকতে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায়।

কে কত রান পেল

বাংলাদেশের পক্ষে মুর্শিদা খাতুন ১৯বলে ৯রান,শারমিন আক্তার ৬৭বলে ৩১রান, ফারহানা হক ৯০বলে ৪৫রান,নিগার সুলতানা(ক্যাপ্টেন) ২৬বলে ৪রান, রুমানা আহমেদ ৪৪বলে ৫০রান(অপরাজিত), রিতু মনি ৩৭বলে ৩৩রান,সালমা খাতুন ১৩বলে ১৮রান সংগ্রহ করেন। লতা মন্ডল ও ফাহিমা খাতুন শূণ্য রানে আউট হন।অতিরিক্ত ১২রান যোগ হয় বাংলাদেশ দলে।

কে কত উইকেট পেল

বাংলাদেশ নারী ক্রিকেট দলের পক্ষে দুটি করে উইকেট পেয়েছে রিতু মনি ও নাহিদা আক্তার, একটি করে পান সালমা ও রুমানা আহমেদ।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান পান নিধা ধর ৮৭। ১১১ বল খেলেন তিনি। আলিয়া রিয়াজ করেন ৮২বলে ৬১রান।

পাকিস্তানের পক্ষে অতিরিক্ত রান যোগ হয়েছে মাত্র ৪।

আরও পড়ুন:  বাংলাদেশ নারী ক্রিকেট দলের পরবর্তী খেলার সূচি

বিএনএনিউজ,জিএন

Loading


শিরোনাম বিএনএ