Bnanews24.com
Home » বিএনপির এমপিদের মানববন্ধন
রাজনীতি সব খবর

বিএনপির এমপিদের মানববন্ধন

বিএনপির এমপিদের মানববন্ধন

বিএনএনিউজ:  বিএনপির দলীয় টিকেটে নির্বাচিত সংসদস্যরা জাতীয় সংসদ ভবনের সামনে দলের চেয়ারপাসন খালেদা জিয়ার সুচিকিৎসায় বিদেশ পাঠানোর দাবিতে মানববন্ধন করেছেন।

রোববার(২১নভেম্বর) সকালে মানিক মিয়া অ্যাভিনিউতে মানববন্ধনে যোগ দেন সংসদ সদস্য হারুন অর রশীদ,উকিল আবদুস সাত্তার ভূঁইয়া, জিএম সিরাজ, মোশারফ হোসেন, আমিনুল ইসলাম ও সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

এ সময় হারুন অর রশীদ এমপি বলেন, আমাদের সংসদ থেকে পদত্যাগ করতে বাধ্য করবেন না। আমাদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত। এ দাবি মানা না হলে আমরা সংসদে থাকব কিনা, সেটি ভেবে দেখব।

মানববন্ধনে সংরক্ষিত আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, এখনও ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় সরকার খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে পারে।

জিএন