22 C
আবহাওয়া
৩:৫৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » শিরীন হত্যা মামলায় স্বামী ইয়াছিনের ফাঁসির রায়

শিরীন হত্যা মামলায় স্বামী ইয়াছিনের ফাঁসির রায়

শিরীন হত্যা মামলায় স্বামী ইয়াছিনের ফাঁসির রায়

বিএনএ ,ফেনীঃ ফেনী সদরের ফাজিলপুরের আলোচিত গৃহবধূ শিরীন আক্তারকে বৈদ্যুতিক শক দিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় করা মামলায় স্বামী মো. ইয়াছিনের ফাঁসি ও ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছে আদালত।রোববার(২১ নভেম্বর)  সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. বেগম জেবুন্নেছা এই রায় ঘোষনা করেন।

এ সময় আদালত জানান, আসামী চাইলে আগামী ৭ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন। এর আগে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আসামি মো. ইয়াছিনকে আদালতে হাজির করা হয়।

আদালত সূত্র জানায়, পরিবারিক কলহের জের ধরে ২০১৯ সালের ৫ মার্চ রাতে শিরীনকে হত্যা করা হয়। ঘটনার দুদিন পর খুনের অভিযোগ এনে শিরিনের মা রেজিয়া বেগম বাদী হয়ে ইয়াছিনকে আসামি করে মামলা দায়ের করেন।মামলার গ্রেফতারের পর ৮ মার্চ অভিযুক্ত ইয়াছিন তার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরে মামলার তদন্ত কর্মকর্তা এস.আই আবু তাহের চলতি বছরের ১৮ জানুয়ারি ইয়াছিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে ১০ নভেম্বর মামলার চার্জ গঠন হয়। এ মামলায় মোট ২১ জন সাক্ষী এবং ৮ জনের সাক্ষ্যগ্রহন হয়েছে।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হাফেজ আহম্মদ বলেন, মামলায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী বলেন, রায়ে খুশি তারা। আর কেউ যেনো এমন ন্যক্কারজনক ঘটনা ঘটানোর সাহস না পায় সেজন্য দৃষ্টান্তমূলক সাজা হয়েছে।তবে আসামী পক্ষের আইনজীবী বলেন, রায়ে ন্যায় বিচার পাওয়া যায়নি।
২০১৮ সালের ২৬ নভেম্বর সদর উপজেলার ফাজিলপুর এলাকার মো. ইয়াছিনের সঙ্গে শিরীন আক্তারের বিয়ে হয়।

বিএনএ/এবিএম নিজামউদ্দীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন ব্রিটিশ হাইকমিশনার সকাশে বিএনপির প্রতিনিধি দল আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে--ভূমি উপদেষ্টা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা পাবর্ত্যবাসীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আলুর কেজি ৪০০ টাকা! সপ্তাহে চারদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বিমানবন্দর