বিএনএ, ঢাকা: রাজধানীর গুলশানে ইউনিমার্টের ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ২০ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।শনিবার (২০ নভেম্বর) রাত ৯টা ৩৪ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গুলশান-২ নম্বরে ইউনিমার্টের ভবনের তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে রাত ৯টা ২০ মিনিটে। আমাদের ৪টি ইউনিট কাজ করে প্রায় ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।
এর আগে রাত ৯টায় ইউনিমার্টের ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
বিএনএ/ ওজি