বিএনএ, ঢাকা : রাজধানীর তেজগাঁওয়ে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে মো. ইমরান (২২) নামে এক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রোববার (২০ অক্টোবর) তেজগাঁওয়ে একটি গলির মধ্যে এ ঘটনা ঘটে।
গুরুতরত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে মৃত্যু হয়।
নিহতের ভাই মো. সুমন জানান, আমার ভাই মিরপুর বাঙলা কলেজের এইচএসসি শিক্ষার্থী ছিল। গতরাতে বাদশা নামের একজন আমাদের বাসা থেকে টেলিফোনে ডেকে নিয়ে যায়। পরে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে আইসিইউতে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিএনএনিউজ/আজিজুল/ এইচ.এম/এইচমুন্নী