15 C
আবহাওয়া
৬:০৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » ফেনীতে আস সুন্নাহর অটোরিকশা পেলেন বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০ জন

ফেনীতে আস সুন্নাহর অটোরিকশা পেলেন বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০ জন

ফেনীতে আস সুন্নাহর অটোরিকশা পেলেন বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০ জন, ঘর ২

বিএনএ, ফেনী: ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০ জনকে অটোরিকশা দিয়েছে আস সুন্নাহ ফাউন্ডেশন। সোমবার (২১ অক্টোবর) শহরের আলিয়া মাদরাসা মাঠে ক্ষতিগ্রস্তদের হাতে অটোরিকশা তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদ উল্লাহ। সোমবার (২১ অক্টোবর) বিকেলে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের পূর্ব ঘোপালের বন্যায় ক্ষতিগ্রস্ত ২ জন অসহায়কে ঘর প্রদান করেন আস সুন্নাহ ফাউন্ডেশনের শায়খ আহমদ উল্লাহ।

এ সময় শায়খ আহমদ উল্লাহ জানান, সারাদেশে ১০০টি অটোরিকশা দেওয়া হবে। আজ সে কার্যক্রমের উদ্বোধন হলো। এরমধ্যে ফেনীতে দেওয়া হচ্ছে ৪০টি। জেলায় এখন পর্যন্ত ৭৮ লাখ টাকার ত্রাণ বিতরণ করা হয়েছে। বর্তমানে গৃহায়ন ও পুনর্বাসনের কাজ শুরু হয়েছে।

অনুষ্ঠানে ফেনী আলিয়া মাদরাসার উপাধ্যক্ষ গাজী ইকবাল হোসেন, হাফেজ কামরুল আহসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ