21 C
আবহাওয়া
১১:৩২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ গ্রেপ্তার

সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ গ্রেপ্তার

ইমরান আহমদ

ঢাকা : সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২১ অক্টোবর, ২০২৪ ) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, সাবেক এই মন্ত্রীকে রাজধানীর বনানী আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তালেবুর রহমান বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। গ্রেপ্তারের পর তাকে রাজধানীর ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

উল্লেখ্য, ইমরান আহমেদ সিলেট-৪ আসন থেকে বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন । ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রথমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। পরে তাকে এই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। গত জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে মন্ত্রিসভায় স্থান পাননি তিনি।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ