18 C
আবহাওয়া
৩:৪১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » পরকীয়া প্রেমিককে কুপিয়ে হত্যা

পরকীয়া প্রেমিককে কুপিয়ে হত্যা

পরকীয়া প্রেমিককে কুপিয়ে হত্যা

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের গৌরীপুরে জামাল মিয়া (৪০) নামে একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।  শনিবার (২১ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।শুক্রবার (২০ অক্টোবর) গভীর রাতে পৌর শহরের পূর্বদাপুনিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জামাল পৌর শহরের কলাবাগান ছয়গন্ডা মহল্লার মৃত আব্দুল জলিলের ছেলে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, পূর্বদাপুনিয়া এলাকার শরিফের স্ত্রী শামসুন্নাহারের সঙ্গে পার্শ্ববর্তী কলাবাগান ছয়গন্ডার মহল্লার জামাল মিয়ার সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি মিমাংসা করার জন্য একাধিকবার সালিশও হয়েছে। তবে মিমাংসা হয়নি।

ঘটনার দিন রাতে শামসুন্নাহার মোবাইলে কল করে জামাল মিয়াকে তার বাড়িতে নিয়ে আসেন। জামাল মিয়া বাড়িতে ঢুকতেই শামসুন্নাহারের স্বামী শরিফ মিয়া তাকে জিজ্ঞাসা করে কেন তার বাড়িতে আসছে। এই নিয়ে দুই জনের কথা কাটাকাটির একপর্যায়ে শরিফ মিয়া, তার ছেলে সজিব ও অপর সহযোগী তাকে কুপিয়ে গুরুতর আহত করে।

এমতাবস্থায় রাত ৩টার দিকে রক্তাক্ত শরীর নিয়ে জামাল মিয়া নিজ বাসায় এসে চিৎকার দেয়। পরে তার স্বজনরা তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়। তবে, তার অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সকালের দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

ওসি মো. মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শামসুন্নাহারের স্বামী মো. শরিফ মিয়া (৪০), তার ছেলে সজীব মিয়া ও অপর সহযোগী ছেলের বন্ধু মামুন মিয়াকে আটক করা হয়েছে।

বিএনএ/ হামিমুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ