বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম) : চট্টগ্রামের বোয়ালখালীতে ১২টি মামলায় ২৭,৫০০ টাকা জরিমানা ও ফুটপাত দখল করায় মার্কেটের সিঁড়ি উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২১ অক্টোবর) এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।
মোহাম্মদ মামুন জানান, শাকপুরা চৌমুহনীতে সড়কের ফুটপাত দখল করায় একটি মার্কেটের সিঁড়ি উচ্ছেদ করা হয়েছে। সড়ক পরিবহন আইন- ২০১৮, স্থানীয় সরকার (পৌরসভা) আইন- ২০০৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১২টি মামলায় ২৭ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় বালি বহনকারী ট্রাকগুলোকে আবশ্যিকভাবে ত্রিপল ব্যবহার এবং ফুটপাতে স্থায়ী স্থাপনা তৈরি ও মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
বিএনএনিউজ/ বাবর মুনাফ/ এইচ.এম।