21 C
আবহাওয়া
৩:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহ-ঢাকা-চট্টগ্রাম রুটে নতুন ট্রেন চালু হবে:রেলমন্ত্রী

ময়মনসিংহ-ঢাকা-চট্টগ্রাম রুটে নতুন ট্রেন চালু হবে:রেলমন্ত্রী

ময়মনসিংহ-ঢাকা-চট্টগ্রাম রুটে নতুন ট্রেন চালু হবে:রেলমন্ত্রী

বিএনএ, ময়মনসিংহ :রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ময়মনসিংহ-ঢাকা-চট্টগ্রাম রেলপথে নতুন ট্রেন চালু করা হবে এবং এই অঞ্চলে অন্যান্য স্টেশনের আধুনিকায়ন, কৃষি বিশ্ববিদ্যালয় স্টেশন চালুকরণসহ বন্ধ স্টেশনগুলো চালু করা হবে।

বৃহষ্পতিবার (২১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ রেল স্টেশনে প্ল্যাটফরম উঁচুকরণ, একসেস কন্ট্রোল নির্মাণ এবং স্টেশন রিনোভেশন কাজের  উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ময়মনসিংহ রেল স্টেশনকে ভবিষ্যতে একটি আইকনিক স্টেশন হিসেবে পুননির্মাণ করা হবে। পর্যায়ক্রমে দেশের সকল মিটারগেজ রেলপথকে ব্রডগেজ লাইনে রূপান্তর হবে বলেও জানান তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান, জেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা প্রশাসক এনামুল হক, পুলিশ সুপার আহমার উজ্জামান প্রমুখ। মতবিনিময় সভায় বক্তব্য প্রদানের আগে জেলা আওয়ামীলীগ ও অন্যান্য সহযোগী সহযোগী সংগঠন এবং রেলওয়ে শ্রমিক লীগের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বিএনএ/ হামিমুর রহমান,  ওজি

Loading


শিরোনাম বিএনএ