24 C
আবহাওয়া
৭:০২ অপরাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৫
Bnanews24.com
Home » দরবারে গারাংগিয়া তরিকত সম্মেলন আজ

দরবারে গারাংগিয়া তরিকত সম্মেলন আজ


দরবারে গারাংগিয়া তরিকত সম্মেলন আজ( ২১ অক্টোবর ) গারাংগিয়া আলীয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। সম্মেলনে সভাপতিত্ব করবেন হযরত শাহসুফি আলহাজ্ব মাওলানা শাহজাদা মাহমুদুল হক মজিদী (ম.জি.আ) পীর ছাহেব কেবলা গারাংগিয়া।

আজমগড়ি সিলসিলার উজ্জ্বল নক্ষত্র গারাংগিয়া আলিয়া কামিল (এম.এ) মাদ্রাসাসহ অসংখ্যা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা রহমানিয়া শরীয়ত হযরত শাহ্সূফী আলহাজ্ব মাওলানা আব্দুল মজিদ (র.) প্রকাশ বড় হুজুর কেবলার ৪৪তম বার্ষিক ওফাত দিবস উপলক্ষে আজ (২১ অক্টোবর) বৃহস্পতিবার বাদে জোহর হতে সারারাতব্যাপী তরিক্বত সম্মেলন, যিকির, ওয়াজ ও দোয়া মাহফিল এবং প্রত্যেকের মরহুম পিতা-মাতা ও মুরব্বিগণের জন্যে ফাতেহা শরিফ অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে গারাংগিয়া সিলসিলার সকল ভক্তদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ