বিএনএ, স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ ২০২৫ এর দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে চার উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। পাওয়ারপ্লের প্রথম ছয় ওভারে ঝড়ো শুরু করলেও নিশানকাকে তাসকিন ফেরালে রানের গতিতে কিছুটা ভাটা পড়ে শ্রীলঙ্কার। এরপর ফিরে যান আরেক ওপেনার কুশাল মেন্ডিসও।
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে লঙ্কানরা। শানাকা করেন ৩৭ বলে সর্বোচ্চ ৬৪ রান। অন্যদিকে ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে তিন উইকেট তুলে নেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই নুয়ান থুসারার বলে বোল্ড হন ওপেনার তানজিদ হাসান তামিম। তবে আরেক ওপেনার সাইফ হাসান অধিনায়ক লিটন দাসকে সঙ্গে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন।
ভালো শুরুর পরেও হাসারাঙ্গার বলে ক্যাচ দিয়ে ফেরেন টাইগার অধিনায়ক। এরপর তাওহীদ হৃদয়কে নিয়ে রানের চাকা সচল রাখেন সাইফ। ৪৫ বলে ৬১ রান করে আউট হন সাইফ। অন্যদিকে হৃদয়ের ব্যাটে ভর করে বাংলাদেশ লক্ষ্যের দিকে এগোতে থাকে। ৩৭ বলে ৫৮ রান করে বিদায় নেন তাওহীদ হৃদয়।
এরপর শেষ ওভারে শঙ্কা জাগলেও ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। ম্যাচসেরা হন ওপেনার সাইফ হাসান।
একাদশে এদিন দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। কিপার ব্যাটার নুরুল হাসান সোহান ও লেগ স্পিনার রিশাদ হোসেনকে সাইড বেঞ্চে রেখে একাদশে ঢোকেন পেসার শরীফুল ইসলাম ও স্পিনার শেখ মেহেদি।
স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৮/৭ (নিসাঙ্কা ২২, কুসাল মেন্ডিস ৩৪, মিশারা ৫, কুসাল পেরেরা ১৬, শানাকা ৬৪*, আসালাঙ্কা ২১, কামিন্দু মেন্ডিস ১, হাসারাঙ্গা ২, ওয়েলালাগে ০*; শরিফুল ৪-০-৪৯-০, নাসুম ৪-০-৩৬-০, তাসকিন ৪-০-৩৭-১, মেহেদি ৪-০-২৫-২, মুস্তাফিজ ৪-০-২০-৩)।
বাংলাদেশ: ১৯.৫ ওভারে ১৬৯/৬ (সাইফ ৬১, তানজিদ ০, লিটন ২৩, হৃদয় ৫৮, শামীম ১৪*, জাকের ৯, শেখ মেহেদি ০, নাসুম ১*; থুসারা ৪-০-৪২-১, চামিরা ৪-০-৩২-১, ওয়েলালাগে ৪-০-৩৬-০, হাসারাঙ্গা ৪-০-২২-২, শানাকা ২.৫-০-২১-২, কামিন্দু মেন্ডিস ১-০-১৬-০)
ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: সাইফ হাসান।
বিএনএনিউজ/এইচ.এম।