বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আওতাধীন বৈরাগ, আনোয়ারা সদর, চাতরী, পরৈকোড়া, হাইলধর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার বৈরাগ ইউনিয়নের চায়না ইকোনমিক জোন রোডে পাশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নঈম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার, প্রধান বক্তা হিসেবে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মঈন উদ্দীন মনির, তৌহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনএ/ এনামুল হক নাবিদ, ওজি