25 C
আবহাওয়া
৩:০৭ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বরিশালে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বরিশালে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বরিশালে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বিএনএ, বরিশাল: বরিশালের উজিরপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একসঙ্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সির তাল্লুক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু রিয়াঙ্কা হালদার (৫) মুন্সির তাল্লুক গ্রামের সভারঞ্জন হালদারের ছেলে। ও বাপ্পি বিশ্বাস (৫) একই গ্রামের বিবেক বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াঙ্কা হালদার ও বাপ্পি বিশ্বাস বুধবার বিকেলে বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা দুজনে নিখোঁজ হয়। খোঁজাখুঁজি করেও না পেয়ে পরিবারের লোকজন ও স্বজনেরা সন্ধ্যায় বাড়ির পার্শ্ববর্তী পুকুরে তল্লাশি চালায়। সেখান থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন:

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ পাঠানো শুরু

খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহীদুজ্জামান জানান, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

বিএনএনিউজ/ সাইয়েদ কাজল, বিএম

Loading


শিরোনাম বিএনএ