বিএনএ, ঢাকা: রাজধানীতে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে থাকে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব স্বর্ণপদক প্রদান
ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি’র উদ্যোগে বেলা ১১টায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্বর্ণপদক-২০২৩’ প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
তথ্যমন্ত্রীর কর্মসূচি
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সদ্যপ্রয়াত চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দীন জাকীর মরদেহে শ্রদ্ধা নিবেদন করবেন।
আওয়ামী লীগের কর্মসূচি
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি থাকবেন মির্জা আজম। বিকেল ৩টায় তেজগাঁও মহানগর উত্তর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
বিএনপির কর্মসূচি
দুপুর ১২টায় গুলশানে চেয়ারপার্সন অফিসে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরও পড়ুন:
জাতীয় পার্টির কর্মসূচি
বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে জাতীয় পেশাজীবী সমাজের সভায় বক্তৃতা করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সংবাদ সম্মেলন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে ৪২ হাজার পিস টাপেন্টাডল মাদকসহ কলকাতা থেকে আগত পাঁচজন যাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। দুপুর সাড়ে ১২টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা মেট্রো কার্যালয়ে (উত্তর) সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
বিএনএনিউজ/বিএম