25 C
আবহাওয়া
৪:৫৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » রাউজানে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

রাউজানে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

রহস্যজনক মৃত্যু

বিএনএ, রাউজান : রাউজানে একটি বৌদ্ধ অনাথালয়ে এনুছাই মারমা (১৬) নামে নবম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (২১ সেপ্টম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের অগ্রসর অনাথালয়ের আবসিক ভবনের ৪র্থ তলার ছাদ থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এনুছাই মারমা রাঙ্গামাটি  জেলার রাজস্থলী উপজেলার  গ্যাংদিয়া ইউনিয়ন পরিষদের ৩নম্বর ওয়ার্ডের পশ্চিম  তাইতং পাড়ার হলাচুইসিং মারমার মেয়ে।

রাউজান পূর্বগুজরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক বাবুল আজাদ বলেন, বৌদ্ধ অনাথলয়ের চারতলা ভবনের পরিত্যক্ত কক্ষে সিলিং ফ্যানের হুকে কাপড় গিট দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় এনুছাই মারমার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ না জানালেও ২৪ ঘন্টা আগে মৃত্যু হতে পারে বলে ধারণা ধারণা করা হচ্ছে। মরদেহ মর্গে প্রেরণ করা হচ্ছে।

অগ্রসার অনাথালয়ের পরিচালক সৌমিতানন্দ থেরো জানান, গত ৭দিন আগে তত্ত্বাবধায়ক ছুটিতে যান। গত ২১ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যার সময় প্রার্থনা করে আবাসিক হলের রুমে চলে যায় বলে তার সহপাঠীরা জানিয়েছেন বলে দাবি অনাথলয়ের পরিচালক সৌমিতানন্দ থেরোর ।

রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।

বিএনএনিউজ/শফিউল আলম/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ