20 C
আবহাওয়া
১০:৩৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ICC Women’s T20 World Cup Qualifier: আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি বাংলাদেশ

ICC Women’s T20 World Cup Qualifier: আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের মুখোমুখি বাংলাদেশ

বিএনএ ডেস্ক: টি-টিয়েন্টি নারী বিশ্বকাপ বাছাই পর্বে (ICC Women’s T20 World Cup Qualifier)  এ গ্রুপের খেলায় আজ (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শেখ জায়েদ স্টেডিয়ামে দিবা রাত্রির এই ম্যাচ শুরু হবে স্থানীয় সময় বিকেল ৫টায়। গ্রুপ পর্বে তিন ম্যাচের দুই ম্যাচেই এরই মধ্যে জয়লাভ করেছে বাংলাদেশ। যার ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।

গ্রুপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ১৪ রানে হারায় বাংলাদেশ। নির্ধারতি ২০ ওভারে ৪ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে প্রমীলা ক্রিকেটাররা। জবাবে ১৯.৪ বলে ১২৯ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে ৪২ বল হাতে রেখে স্কটল্যান্ডকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। জবাবে ৪২ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

বাংলাদেশ দলের খেলোয়াড়দের তালিকা

সালমা খাতুন, রুমানা আহমেদ, জাহানারা আলম, লতা মন্ডল, রিতু মনি, ফারজানা হক, সোহেলী আক্তার, শারমিন আক্তার, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, নিগার সুলতানা-অধিনায়ক, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, শোভানা মোস্তারি, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার।

যুক্তরাষ্ট্র দলের খেলোয়াড়দের তালিকা

সিন্ধু শ্রীহর্ষ -অধিনায়ক, মোক্ষা চৌধুরী, মাহিকা কন্দনালা, গীতিকা কোদালি, লিসা রামজিৎ, আনিকা কোলান, গার্গী ভোগলে, ইসানি ভাঘেলা, সুহানি থাদানি, স্নিগ্ধা পল, ভূমিকা ভদ্রিরাজু, তারানুম চোপড়া, দিশা ধিংড়া, পৃথিবী আয়েঙ্গার, রিতু সিং, যশাদিতি টেকি, সাই তন্ময় আয়ুন্নি।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ