27 C
আবহাওয়া
৭:১৯ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু, স্ত্রীকে চাকরীর আশ্বাস

বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু, স্ত্রীকে চাকরীর আশ্বাস

বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু, স্ত্রীকে চাকরীর আশ্বাস

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে তামজিদ ইসলাম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মামলা না করার শর্তে স্ত্রীকে চাকরীর আশ্বাস দিয়েছে পিডিবি’র প্রকৌশলী।

নিহত তামজিদ ভালুকা পৌর শহরের খারুয়ালী সালাম মার্কেট এলাকার আব্দুর রহমান শেখের ছেলে। সে এলাকায় বিদ্যুতের কাজ করতেন।

সোমবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার ভান্ডাব খালার মোড় এলাকায় পিডিবি লাইনে কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে।

ভালুকা বিদ্যুৎ ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত তামজিদ ইসলাম এলাকায় বিদ্যুতের কাজ করতেন। মাঝে মাঝে আমাদের কাজও করতেন। ঘটনার দিন দুপুরে উপজেলার ভান্ডাব খালার মোড় এলাকায় পিডিবি লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটি থেকে পড়ে ঘটনাস্থলে মারা যায়। যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে। তাই তামজিদের স্ত্রী সালমা আক্তারকে চাকরী দেয়ার আশ্বাস দেয়া হয়েছে। যে কারণে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করার প্রস্তুতি চলছে।

ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম বলেন, তামজিদ কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে খুঁটি থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এবং পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করায় তামজিদ ইসলামকে বাড়িতে নিয়ে আসে। এমন খবর পেয়ে মরদেহ আনতে তার বাড়িতে গেলে নিহতের পরিবার বিনা ময়নাতদন্তে মরদেহ নেয়ার আবেদন করলে মরদেহ হস্তান্তর করা হয়।

তবে, পিডিবি’র কতৃপক্ষের সাথে কি আলোচনা বা মিমাংসা হয়েছে। সে বিষয়টি জানা নেই।

বিএনএনিউজ/হামিমুর রহমান,বিএম

Loading


শিরোনাম বিএনএ