বিএনএ, ঢাকা: রাজধানীর ওয়ারীতে স্নেহা আদদিন মেঘা (১৪) নামের এক স্কুল ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবার দাবি করেছে। সোমবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে তাহেরবাগ এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা ২টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃতের মামা আকাশ বলেন, আমার ভাগনি শহীদ স্মৃতি হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে মানসিকভাবে অসুস্থ । আজ দুপুর ১২টার দিকে তাহেরবাগে বাসার মধ্যে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয় সে। পরে খবর পেয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমার দুলাভাই সৌদি প্রবাসী। তারা ওয়ারীর তাহেরবাগের একটি বাসায় থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিএনএ/ ওজি