28 C
আবহাওয়া
৫:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ডেঙ্গুতে সব রেকর্ড ভাঙল ঢাকা শিশু হাসপাতাল

ডেঙ্গুতে সব রেকর্ড ভাঙল ঢাকা শিশু হাসপাতাল

ডেঙ্গু রোগী

বিএনএ ঢাকা: দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৮৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।এদের মধ্যে রাজধানীতে ২৫৭ জন এবং ঢাকার বাইরে ২১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।

এত আরও বলা হয়, এ বছরের ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত হাসপাতালে সর্বমোট ৭ হাজার ৭৫০ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ হাজার ৫০৯ জন রোগী। এ সময়ে ডেঙ্গুতে ৩৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, রাজধানীতে ডেঙ্গু জ্বরের প্রকোপ অতীতের যে কোন সময়ের তুলনায় বেশি। একদিনের ব্যবধানে ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক ৮০ শিশু ঢাকা শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৭টি শিশু আইসিইউতে ভর্তি আছে।

শনিবার সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সফি আহমেদ। তিনি বলেন, গত বছরের তুলনায় চলতি বছর সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে।

জানা গেছে, শিশু হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা গত কয়েক বছরের রেকর্ড ভেঙেছে।  চলতি মাসের ২১ দিনেই হাসপাতালটিতে শিশু রোগী ভর্তি হয়েছে ২৩২ জন।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ