25 C
আবহাওয়া
১:০৮ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ৭২ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে ৭২ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তার-১

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকা থেকে ২৪ হাজার ইয়াবাসহ এক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ৭২ লাখ টাকা। এসময় জব্দ করা হয় মিনি ট্রাকটি।

শনিবার (২১ আগস্ট) সকাল ১১ টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি জানিয়েছে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ। গ্রেপ্তার মো. বিল্লাল (৪০) কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার দৌলখাঁড় এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে।

ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ হাজার ইয়াবা উদ্ধারের পাশাপাশি ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।

তিনি বলেন, ইয়াবাগুলো কক্সবাজার থেকে ট্রাক যোগে গাজীপুরের যাচ্ছিল। ট্রাক চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। উদ্ধার হওয়ার ইয়াবার আনুমানিক মূল্য ৭২ লাখ টাকা।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ