28 C
আবহাওয়া
১১:৩৭ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » চার ঘন্টা পর বনানীর আগুন নিয়ন্ত্রণে

চার ঘন্টা পর বনানীর আগুন নিয়ন্ত্রণে

চার ঘন্টা পর বনানীর আগুন নিয়ন্ত্রণে

বিএনএ, ঢাকা : ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের চেষ্টায় চার ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার ছয়তলা ভবনে লাগা আগুন। শনিবার (২১ আগস্ট) সকালে ৯টা ১০ মিনিটে ওই ভবনে আগুনের সূত্রপাত হয়।

ঘটনাস্থলে উপস্থিত থাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপ-পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনন্স) দেবাশীষ বর্ধন আগুন নিয়ন্ত্রণে আসার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ভেতরে প্রচণ্ড(হিট) তাপ ও ধোঁয়া রয়েছে। ভেতরে সলিউশন কাট ও পিতল রযেছে এছাড়াও অনেক দাহ্য পদার্থ রয়েছে। যার কারণে হিট হয়ে আছে এবং ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা এখনও পানি দিয়ে যাচ্ছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের সহকারী পরিচালক রায়হান কবির বলেন, আহত ফায়ার সার্ভিস কর্মী বাদে আর কোনো হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ভবনের ভেতরে কেউ আটকে আছে কিনা, সেই খোঁজ নেয়া হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ