16 C
আবহাওয়া
৫:৪৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » রাহুল গান্ধীর পোস্ট মুছল ফেসবুক

রাহুল গান্ধীর পোস্ট মুছল ফেসবুক

লোকসভার সদস্যপদ গেল রাহুল গান্ধীর

বিএনএ, বিশ্বডেস্ক : ভারতের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিতর্কিত পোস্ট মুছে দিল ফেসবুক। দিল্লীর নাবালিকা শিশু কন্যাকে ধর্ষণ করে খুন করার পর নির্যাতিতা পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন। সে পোস্টটি মুছে দিল ফেসবুক এবং ইনস্টাগ্রাম।

ধর্ষিতার পরিবারের ছবি পোস্ট করায়, রাহুল গান্ধীর অ্যাকাউন্ট লক করে দিয়েছিল টুইটার কিছুদিন আগেই।

ভারতে নির্যাতিতার পরিবারের পরিচয় ফাঁস করা আইন বিরোধী। সামাজিক মাধ্যমে ধর্ষিতার পরিবারের ছবি দেওয়ায় রাহুল গান্ধীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি তোলে বিজেপি।

রাহুল গান্ধীর এই কাজের বিরুদ্ধে সরব হয় জাতীয় মানবাধিকার কমিশন। এর জেরে তীব্র কটাক্ষের মুখে পড়েন কংগ্রেস নেতা। টুইটার রাহুল গান্ধীর সেই বিতর্কিত পোস্ট মুছে দেয়। শুধু মুছে দেওয়াই নয়, তাঁর অ্যাকাউন্ট লক করেও দেয়। যদিও কিছুদিন আগেই ফের তাঁর অ্যাকাউন্ট আনলক করা হয়। দেরিতে হলেও, এবার সেই ঘটনার রেশ ধরেই বিতর্কিত ওই পোস্ট সরিয়ে দিল ফেসবুক ও ইনস্টাগ্রাম।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ