বিএনএ, ঢাকা: রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় একজন নিহত হয়েছেন। এখন পর্যন্ত ৪ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার (২১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খান।
তিনি বলেন, মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের মাঠে বিমান বিধ্বস্তের ঘটনায় ১ জন নিহত হয়েছেন। এছাড়া একই ঘটনায় ৪ জনকে উদ্ধার করা হয়েছে। আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে আর আছেন, স্থানীয়রা এবং সেনাবাহিনীর কিছু সদস্য।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ- ৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বেলা দেড়টার দিকে দিয়াবাড়িতে এই বিমান বিধ্বস্ত হয়। মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিএনএ/ ওজি