বিএনএ ডেস্ক: মাদক মামলায় দণ্ডিত নিউমার্কেট থানা ছাত্রলীগের সভাপতি প্রিন্স ইসমাইল খালেককে সংগঠনের কার্যক্রম ও দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বুধবার (২০ জুলাই) রাতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কার্যক্রমে জড়িত থাকায় প্রিন্স ইসমাইল খালেককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। উত্তর ছাত্রলীগ জরুরি সভায় এ সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নিউমার্কেট থানা ছাত্রলীগের সহসভাপতি সাইফ হোসেন রোমানকে নিউমার্কেট থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হলো।
প্রায় এক যুগ আগে করা মাদক মামলায় নিউমার্কেট থানা ছাত্রলীগের সভাপতি প্রিন্স ইসমাইল খালেকসহ দুজনকে সাত বছর করে কারাদণ্ড দেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম গত সোমবার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত অন্যজন হলেন ইফতেখার সুমন। রায় ঘোষণার পর তাঁদের কারাগারে পাঠানো হয়।
বিএনএ/ এ আর