বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭৯০ জন করোনা আক্রান্ত হয়েছেন ।এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৪ জন। বুধবার (২১ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।
সিভিল সার্জন কার্যালয় জানায়, কক্সবাজার মেডিক্যাল কলেজে ল্যাব সহ চট্টগ্রামের ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। চবি ল্যাবে ১৯৩টি নমুনা পরীক্ষা করে ৮৬ জন, বিআইটিআইডি ল্যাবে ১১২০টি নমুনা পরীক্ষায় ১৩৪ জন, চমেক ল্যাবে ২৬৫টি নমুনা পরীক্ষা করে ১০৩ জন, সিভাসু ল্যাবে ২৪৩টি নমুনার মধ্যে ১০৫ জন, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ১৪টি নমুনা পরীক্ষা করে ২ জন, ১৫১টি অ্যান্টিজেন টেস্টে ৬৫ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ৪৪০টি নমুনার মধ্যে ৬৭ জন, শেভরন ল্যাবে ৬৮৩টি নমুনার মধ্যে ১০৯ জন, আরটিআরএল ল্যাবে ২৫টি নমুনার মধ্যে ১৪ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ৪২টি নমুনার মধ্যে ২০ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ১৪৯টি নমুনা পরীক্ষা করে ৮৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।
এদিন মা ও শিশু হাসপাতালে কোনও নমুনা পরীক্ষা করা হয়নি। মৃত্যুবরণকারী ৪ জনের মধ্যে নগরের ৩ জন এবং উপজেলার ১ জন। এ পর্যন্ত করোনায় ৮৬০ জনের মৃত্যু হয়েছে।
বিএন্্এ/ওজি