বিএনএ, রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজানে হাটে কোরবানির পশু বেচাকেনা শুরু হয়েছে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির জন্য গরু, মহিষ ও ছাগল বেচাকেনা চলছে। বুধবার (২১ জুন) রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের হযরত গফুর আলী বোস্তামী চারা বটতল বাজারে ছোট, মাঝারী ও বড় সাইজের গরু উঠে। কোরবানির প্রথম পশুর হাটে বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন তাদের পছন্দের পশু ক্রয় করতে দেখা যায়।
বুধবার রাউজানের হলদিয়া আমির হাট, গহিরা কালচান্দ চৌধুরী হাট, ৭নং রাউজান ইউনিয়নের রমজান আলী হাট বাজারে কোরবানির পশুর হাট বসে। প্রথমদিকে কোরবানির পশুর হাটে বেচাকেনা কম হয়। অনেকেই হাট-বাজার ঘুরে ঝামেলা এড়ানোর জন্য বুধবার কোরবানির পশুর হাট থেকে গরু, ছাগল ক্রয় করেছে। আবার অনেক ক্রেতাকে বাজার ঘুরে গরু দেখে রাখার ঝামেলা এড়াতে আগাম গরু ক্রয় না করে বাড়ীতে চলে যেতে দেখা যায়।
চারা বটতল বাজারে তোলা জসিমের লালন করা গরু কালো মানিকের (ষাড়) দাম হাকা হচ্ছে ৭ লাখ টাকা।
বিএনএনিউজ/শফিউল আলম,বিএম