Bnanews24.com
Home » পদ্মাসেতু (উত্তর) ও পদ্মাসেতু (দক্ষিণ) থানার উদ্বোধন আজ
জাতীয় বাংলাদেশ ‌ব্রেকিং নিউজ(breaking news) সব খবর

পদ্মাসেতু (উত্তর) ও পদ্মাসেতু (দক্ষিণ) থানার উদ্বোধন আজ

পদ্মা সেতু

পদ্মাসেতু (উত্তর) ও পদ্মাসেতু (দক্ষিণ) থানার উদ্বোধন আজ মঙ্গলবার(২১জুন)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকাল ৩টায় পদ্মাসেতুর উত্তর ও দক্ষিণে অবস্থিত দুটি থানার (থানা) কার্যক্রম উদ্বোধন করবেন।

তবে পদ্মাসেতুর উদ্বোধন হবে ২৫ জুন। সে দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িটি বিশ্বের উত্তাল খরস্রোতা নদীর শীর্ষে থাকা পদ্মা নদীর উপর দিয়ে অতিক্রম শুরু করার সাথে সাথে বাংলাদেশসহ সারা বিশ্বের বাঙ্গালীরা আনন্দে আত্মহারা হয়ে উঠবে। জয় বাংলা- জয় বঙ্গন্ধু স্লোগানে বাংলাদেশের আকাশ-বাতাস প্রকম্পিত হবে। শেখ হাসিনা এগিয়ে চল- আমরা আছি তোমার সাথে, আমার টাকায় আমার সেতু-নামটি তার পদ্মাসেতু স্লোগান উঠবে মাঠে ঘাটে প্রান্তরে।

বিএনএ,এসজিএন