16 C
আবহাওয়া
৯:২৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে লোহাগাড়ায় অস্ত্রসহ ডাকাত আটক

চট্টগ্রামে লোহাগাড়ায় অস্ত্রসহ ডাকাত আটক

আটক

বিএনএ,লোহাগাড়া(চট্টগ্রাম) :  চট্টগ্রামের লোহাগাড়ায় নুরুল হাসেম প্রকাশ কাসেম(৩০) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ।সোমবার (২১ জুন) সকালে চকরিয়া বরইতলী লাল মিয়ার দোকান এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরী ৪টি অস্ত্র, ১৩রাউন্ড কার্তুজ, ৩টি মোবাইল, নগদ টাকাসহ প্রয়োজনীয় সরঞ্জাম জব্দ করা হয়।

আটককৃত নুরুল হাসেম প্রকাশ কাসেম পার্বত্য জেলা বান্দরবান নাইক্ষ্যংছড়ি বাইশারী এলাকার মৃত শফিকুর রহমানের পুত্র।

পুলিশ সুত্রে জানা যায়, গত ২০ জুন দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ফতেহ আলী সিকদার পাড়ার মাওলানা আবুল কাসেমের বসতঘর ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে লোহাগাড়া থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।এর পর থেকে লোহাগাড়া থানা পুলিশের টিম ডাকাতদের আটক করতে তৎপরতা শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে চকরিয়া বরইতলী এলাকায় অভিযান চালিয়ে ৪টি অস্ত্র,১৩রাউন্ড কার্তুজ, নগদ টাকা, ডাকাতিকালে প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ ডাকাত নুরুল হাসেম প্রকাশ কাসেমকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকারিয়া রহমান জিকু জানান, কলাউজানের একটি ডাকাতি ঘটনায় মাওলানা আবুল কাসেম থানায় অজ্ঞাত নামা আসামী করে একটি মামলা দায়ের করে। গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া হারবাং পুলিশ ফাঁড়ির সহযোগীতায় লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ , এসআই পার্থসারথি হাওলাদার, এসআই ভক্ত দত্ত, এএসআই শিপকের নেতৃত্বে পুলিশের একটি টিম চকরিয়া বরইতলী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরী ৪টি অস্ত্র,১৩রাউন্ড কার্তুজ, ৩টি মোবাইল সেট, নগদ টাকা ডাকাতিকালে প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ এক ডাকাতকে আটক করে আমাদের থানায় নিয়ে আসে। সে ডাকাতির কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

আটককৃতের বিরুদ্ধে  ডাকাতি আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

বিএনএ/ রায়হান সিকদার, ওজি

Loading


শিরোনাম বিএনএ