25 C
আবহাওয়া
৪:০৩ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে জিয়ার নামে সড়ক

যুক্তরাষ্ট্রে জিয়ার নামে সড়ক

যুক্তরাষ্ট্রে জিয়ার নামে সড়ক

বিএনএ ডেস্ক :যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেটে  বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে।এর নাম দেয়া হয় জিয়াউর রহমান ওয়ে।যুক্তরাষ্ট্র সময় রোববার সড়কটির ফলক উন্মোচন করেন মেরিল্যান্ড স্টেট ডেলিগেট রবিন টি লুইস।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানান। তিনি বলেন,, অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চূয়ালি যোগ দেন জিয়াউর রহমানের বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেরিল্যান্ড হাউস মেম্বার ডেলিগেট রবিন টি লুইস, ডেলিগেট হ্যারি ভেন্ডারি, গভর্নর অফিসের কমিশনার ড. স্যাম কারকি, মেয়র অফিসের প্রতিনিধি রবার্ট জ্যাকসন, স্থানীয় মূলধারার রাজনীতিক গভর্নর অফিসের সাবেক কমিশনার আনিস আহমেদ, ওয়াশিংটনভিত্তিক অধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক ও জাতিসংঘ সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি প্রমুখ।

বিএনএ/ওজি 

 

Loading


শিরোনাম বিএনএ