বিএনএ বিনোদন ডেস্ক : সিলেটের শ্রীমঙ্গলে ছায়াবৃক্ষ ছবির শুটিং শেষ হয়েছে গত পরশু। এ ছবির মাধ্যমে জুটি বেঁধেছেন নিরব ও অপু বিশ্বাস। পাহাড়ি চা-শ্রমিকদের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। অপু বিশ্বাস বলেন, গত পরশু শুটিংয়ের মাধ্যমে ক্যামেরা ক্লোজ হয়েছে ছবিটির। সরকারি অনুদানে চমৎকার, ভিন্নধর্মী গল্পে অসাধারণ একটি চরিত্রে কাজ করে চরম তৃপ্তি পেলাম। বন্ধন বিশ্বাসের পরিচালনায় ছবিটির কাহিনি সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন তানভীর আহমেদ সিডনি। অভিনয় করেছেন কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, মাহমুদুল ইসলাম মিঠু, শতাব্দী ওয়াদুদ, ডন, কবি মনিরুজ্জামান মিন্টু প্রমুখ।
গত বছর সরকারী অনুদান প্রাপ্ত ছবিগুলোর মধ্যে ‘ছায়াবৃক্ষ’ অনুদান পায়। বন্ধন বিশ্বাসের পরিচালনায় নভেম্বরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি চা বাগানে ছবিটির বেশিরভাগ শুটিং সম্পন্ন হয়। পরে করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে শুটিং পরিবেশ প্রতিকূলে চলে যায়। এবার পুরোপুরি কাজ শেষ হয়েছে। চা বাগানের শ্রমিকের সুখ, কষ্ট, দিনযাপন, অধিকার নির্মিত এ ছবিটি।ছায়াবৃক্ষ ৫০ লাখ টাকা সরকারী অনুদান পেয়েছে।
অনুপ বড়ুয়া বলেন, অনুদান ৫০ লাখ টাকা হলেও বাজেট গিয়ে দাঁড়াচ্ছে আরও বেশি। পুরো টাকা না পেলেও নিজ উদ্যোগে কাজ শেষ করছি। সরকারি অনুদান হলেও আমরা কর্মাশিয়ালি ফাইট করতে পারবো। ভিন্নধারা ও বাণিজ্যিক ধারা দুটোর কম্বিনেশন পাবে দর্শক। মুক্তি দেব শারদীয় দূর্গা উৎসবে
বিএনএ/ রিপন রহমান, ওজি