মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: বেড়াতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে মোটরসাইকেলের ধাক্কায় দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুইজন সম্পর্কে চাচা ভাতিজা। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো এক আরোহি। গত রবিবার (২০ জুন) সন্ধ্যায় চট্টগ্রামের মিরসরাইয়ে নির্মাণাধীন দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল ‘বঙ্গবন্ধু শিল্পনগর’এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, নিহতজাবেদ হোসেন (২৮) ও নাজমুল হোসেনের (১৫) বাড়ি মিরসরাই উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্যম মিঠানালা গ্রামে। আহত মো. দিদার হোসেনতাদের প্রতিবেশি।
নিহতদের স্বজন মো. আলাউদ্দিন জানান, রবিবার বিকেলে তারা তিনজন মিলে ঘুরতে যান নির্মাণাধীন বঙ্গবন্ধু শিল্পনগর এলাকায়। ফেরার পথে স্থানীয় জিরো পয়েন্ট (ভাবির দোকান)এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে জাবেদ হোসেন মারা যান। বাকি দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে সেখানে মারা যান নাজমুল হোসেন।আহত দিদার চমেকে অর্থোপেডিক্স বিভাগে চিকিৎসাধীন আছেন। তবে তারও একটি পা অকেজোহ য়ে গেছে বলে পরিবারকে নিশ্চিত করেছে চিকিৎসকরা।
সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হওয়ার বিষয় টি নিশ্চিত করেছেন মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকি। তিনি জানান, বঙ্গবন্ধু শিল্পনগরের জিরো পয়েন্ট এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর দুই আরোহীর মৃত্যু ঘটে। আহত একজনের অবস্থাও আশঙ্কাজনক।
উল্লেখ্য বঙ্গবন্ধু শিল্পনগরএলাকায় ঘুরতে গিয়ে প্রাই মোটরসাইকেল দুর্ঘটনা ঘটনা ঘটছে। এর কারন হিসেবে জানা গেছে, নতুন নির্মিত প্রশস্ত ও খোলামেলাসড়কে মোটরসাইকেল চালকরা বেপরোয়া গতিতে গাড়ি চালায় এতে গ্রামীন সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন। বেশ কয়েকটি প্রাণ হানীর ঘটনাও ঘটেছে সাম্প্রতিক। উক্ত সড়কে মোটর সাইকেলের গতি নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানিয়রা।
বিএনএ/ আশরাফউদ্দিন, এসজিএন