রোববার গাজীপুরের টঙ্গীর আনোয়ার ইস্পাত কারখানার থেকে অজগর সাপটি উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয়েছে। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া থেকে শিপমেন্টের চার মাস পর গত শনিবার এ কারখানা চত্বরে কন্টেইনারটি আনলোড করতে গিয়ে সাপটি চোখে পড়ে।
আনোয়ার ইস্পাত’র ম্যানেজার (অ্যাডমিন) মিজানুর রহমানের বরাত দিয়ে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক জানান, তাদের কলম্বিয়া থেকে কন্টেইনারে আমদানি করা ইস্পাতের কাঁচামাল কারখানায় আসতে প্রায় চার মাস সময় লাগে। শনিবার ওই কন্টেইনার আনলোড করতে গেলে সাপটি তাদের নজরে আসে
এম. এস. রুকন, বিএনএ