26 C
আবহাওয়া
১১:৪৪ অপরাহ্ণ - মে ২১, ২০২৫
Bnanews24.com
Home » সাবেক এনবিআর চেয়ারম্যানসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক এনবিআর চেয়ারম্যানসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা


বিএনএ, ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান (সিনিয়র সচিব) আবু হেনা মো. রহমাতুল মুনীম ও সাবেক প্রথম সচিব ঈদতাজুল ইসলামসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন- আবু হেনার স্ত্রী লায়লা জেসমিন ও ঈদতাজুলের স্ত্রী শর্মি মালা আনসারী।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান এ আবেদন করেন।

আবেদনে সাইদুজ্জামান উল্লেখ করেন, আবু হেনা ও ঈদতাজুল এবং অন্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে।

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ