বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা পরিষদ নির্বাচনে একটি ভোটকেন্দ্রে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা পি পি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চেয়ারম্যান পদের মোটরসাইকেল প্রতীকের প্রার্থী রাশেদুল আলম ও ঘোড়া প্রতীকের প্রার্থী সোহরাব হোসেন নোমানের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় দুই পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী।
কেন্দ্রে ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চললেও বাইরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে অবস্থান করছে র্যাব ও বিজিবি।
হাটহাজারী মডেল থানার ওসি মনিরুজ্জামান বলেন, কেন্দ্রের বাইরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেখানে স্ট্রাইকিং ফোর্স কাজ করছে।
জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, হাটহাজারীতে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। একটি কেন্দ্র ছাড়া বাকি সব কেন্দ্রে নির্বাচনের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিএনএ/এমএফ,ওজি/ হাসনা