19.5 C
আবহাওয়া
৪:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ৩৩

ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ৩৩

ডেঙ্গু

বিএনএ, ঢাকা : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত আরও ৩৩ জন এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য এই কথা জানানো হয়েছে।

তাদের হিসাব বলছে, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৩ জন।

নতুন ৩৩ জনসহ এ বছর ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৭ জনে। এর মধ্যে ৫৫৩ জন ঢাকার বাইরের।

বর্তমানে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১৫১ জন ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছে। এদের মধ্যে ২৬ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জনের মৃত্যু হয়। মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২। এদের মধ্যে ২৩ হাজার ১৬২ জন ঢাকার বাইরের।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ