38 C
আবহাওয়া
৩:০৫ অপরাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৪
Bnanews24.com
Home » কাপ্তাই লেকে পানির অভাবে কমছে বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাই লেকে পানির অভাবে কমছে বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাই লেকে পানির অভাবে কমছে বিদ্যুৎ উৎপাদন

বিএনএ, রাঙামাটি: রাঙামাটির লেকে পানির অভাবে কমছে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন। অনাবৃষ্টি ও অতি দাবদাহের কারণে কাপ্তাই লেকের পানি শুকিয়ে যাওয়ার ফলে এই সংকট দেখা দিয়েছে।

জানা যায়, পানি কমে যাওয়ায় ফলে শুধু বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে না। একই সাথে কাপ্তাই লেকের ওপর নির্ভরশীল স্থানীয়রা কর্মহীন হয়ে পড়েছেন। এছাড়া নৌ-পথে জেলা শহরের সাথে বিভিন্ন উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে দুর্ভোগ বাড়ছে স্থানীয়দের।

সংশ্লিষ্টরা জানান, কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে বর্তমানে ১ নম্বর ইউনিট চালু রয়েছে। উক্ত ইউনিট হতে মাত্র ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

কাপ্তাই লেকে পানির অভাবে কমছে বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার এটিএম আবদুজ্জাহের বলেন, লেকের পানি কমার ফলে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হচ্ছে। পানির অভাবে কেন্দ্রের প্রায় ইউনিট সচল রাখা সম্ভব হচ্ছে না। এতে বিদ্যুৎ উৎপাদন সর্বনিম্নে পর্যায়ে পৌঁছেছে।

এ বিষয়ে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করা হলে দায়িত্বরত প্রকৌশলী জানান, রোববার সকাল ১০টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির পরিমাণ ৭৩.৬২ (মিনস সি লেভেল)। রুলকার্ভ অনুযায়ী এসময় হ্রদে পানি থাকার কথা ৭৮.২০ ফিট এমএসএল (মিনস সী লেভেল)। পার্বত্য চট্টগ্রামে প্রচুর বৃষ্টিপাত না হলে এই সংকট হতে উত্তরণ সম্ভব না বলে তিনি জানান।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন,বিএম

Loading


শিরোনাম বিএনএ