বিএনএ, চট্টগ্রাম: লায়ন্স জেলা ৩১৫বি৪ বাংলাদেশের জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী (এম.জে.এফ) এর সঙ্গে লায়ন্স ক্লাব চিটাগং ডায়মন্ড সিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ২১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি লায়ন মোহাম্মদ আবিদুর রহমান পিএমজেএফ, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন চৌধুরী শামীম মোস্তফা (এমজেএফ, আরসি-এইচকিউ) লায়ন এএইচএম ইলিয়াস করিম (আরসি-এইচকিউ), লায়ন জাকির হোসেন (এমজেএফজেডসি), ক্লাব সেক্রেটারি লায়ন এড. মোহাম্মদ আলাউদ্দিন, লায়ন সাংবাদিক ইয়াসীন হীরা, লায়ন এড. জয়নাল আবেদীন।
এসময় লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরীকে লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বিএনএ/এমএফ
Total Viewed and Shared : 1 3253 , 265 views and shared