19 C
আবহাওয়া
২:০৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ৯৯৯ এ কল পেয়ে বৃদ্ধাকে উদ্ধার করল পুলিশ

৯৯৯ এ কল পেয়ে বৃদ্ধাকে উদ্ধার করল পুলিশ


বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিলের মাঝে উঁচু টিলা থেকে দোলেনা বেগম (৯০) নামে এক বৃদ্ধাকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০) দুপুরে উপজেলার মুশুল্লী ইউনিয়নের ভারুয়া বিল থেকে ওই বৃদ্ধা নারীকে উদ্ধার করে পুলিশ।

নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই এলাকার ফারুক মিয়া নামের এক যুবক হাঁস খুঁজতে বিলের মাঝখানে যায়। সেখানে গিয়ে একটি উঁচু মাটির টিলায় ঝোপের মাঝে ওই বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করে।

এসআই রুবেল হোসেন বলেন, যে বিল থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয়েছে, সে জায়গাটি নিরব। কেউ ওইখানে যায় না। দুই দিন আগে ওই বৃদ্ধাকে বিলের মাঝখানে কে বা কারা ফেলে রেখে গেছে।

ওই বৃদ্ধা অসুস্থ ছিল, উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসা চলছে। ওই বৃদ্ধা শুধু নিজের নাম বলতে পেরেছেন। কিছুটা সুস্থ হল নাম ঠিকানা জেনে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

বিএনএ/ হামিমুর রহমান,ওজি

Loading


শিরোনাম বিএনএ