বিএনএ, নোয়াখালী: ঝড়ের কবলে পড়ে নোয়াখালী হাতিয়া উপজেলায় মেঘনা নদীতে একটি পাথরবোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। শনিবার (২১ মে) দুপুরে উপজেলার নলচিরা ইউনিয়নের পাশে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এমবি মক্কা-মদিনা নামে ট্রলারটি সিলেট থেকে পাথরবোঝাই করে সন্দ্বীপে যাচ্ছিলো। এ সময় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নদীতে ট্রলারটি ডুবে যায়। তবে ট্রলারে থাকা মাঝি-মাল্লারা তীরে উঠে পড়েন। কোনো হতাহত অথবা নিখোঁজের ঘটনা ঘটেনি।
ট্রলারচালক সুমন মিয়া জানান, আজ শনিবার সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখে নলচিরার পাশে ঘাটে ভেড়ানোর চেষ্টা করেছিলাম। তবে বাতাসের তীব্রতা বেড়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি ডুবে যায়। হাতিয়া নৌপুলিশের সহযোগিতায় জাহাজটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে হাতিয়া নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, জোয়ারের পানি বেড়ে যাওয়ায় ট্রলারটি একেবারেই ডুবে গেছে। তবে পানি কমে গেলে ট্রলারটি উদ্ধারের চেষ্টা করা হবে।
বিএনএ/এমএফ