এবার পবিত্র হজ পালন করবেন শ্রীলংকা টেস্টে(চট্টগ্রাম টেস্ট) দারুণ পারফর্ম করা বাংলাদেশ দলের মুশফিকুর রহিম।
চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ৭ থেকে ১২ জুলাই। সেই হজ পালনের জন্য উইন্ডিজ সফর থেকে ছুটি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে চিঠি দিয়েছেন মুশফিক। বোর্ডের পক্ষ থেকে মুশফিকের ছুটির আবেদন মঞ্জুরও করা হয়েছে বলে জানা গেছে।
উইন্ডিজ সফরের সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিক সূচি অনুসারে টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে লড়াই। আগামী ১৬ ও ২৪ জুন টেস্ট দুটো হতে পারে। এরপর পর টি-টোয়েন্টি সিরিজ ২, ৩ ও ৭ জুলাই এবং ১০, ১৩ ও ১৬ জুলাই তিন ওয়ানডে দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের উইন্ডিজ সফর।
মুশফিক ছাড়াও ইনজুরির কারণে উইন্ডিজ সফরে থাকছেন না তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাঈম হাসান।
বিএনএনিউজ২৪,জিএন