30 C
আবহাওয়া
৯:৩৫ অপরাহ্ণ - এপ্রিল ১৫, ২০২৫
Bnanews24.com
Home » চবির নতুন প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম

চবির নতুন প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম


বিএনএ, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ওশানোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলম। আগামী ১ বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি ড. নূরুল আজিম সিকদারকে নতুন প্রক্টরকে তাঁর দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এর অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার-কে অদ্য ২১ এপ্রিল  (অপরাহ্ন) হতে প্রক্টর এর পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক ওশানোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলমকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাদি সহ ০১ (এক) বছরের জন্য প্রক্টর নিয়োগ করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলম বলেন, আমি একটু পারিবারিক কাজে ঢাকায় আসছি। আমি আজকেই প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছি। আগামীকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে জয়েন করবো ইনশাআল্লাহ। এছাড়া আমাদের উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে র‍্যাংকিংয়ে নিয়ে আসার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। এ উদ্যোগকে বাস্তবায়ন করতে আমার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। এছাড়া হলসমূহের উন্নয়নসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমি কাজ করে যাব।

বিএনএ/ সুমন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি নাগরিক, স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ চীনের আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত কর্ণফুলীর আ.লীগ নেতা মো.আলীকে হত্যা মামলায় ঘোড়া মালেককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ পটিয়ায় নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ ভারতের উত্তরাখণ্ডে ১৭০ মাদ্রাসা বন্ধে আলেম সমাজের নিন্দা বির্জাখাল খনন নিয়ে মেয়রের সঙ্গে নগর জামায়াতের আমির বৈঠক