27 C
আবহাওয়া
৩:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৩, ২০২৪
Bnanews24.com
Home » পারস্য উপসাগরে পাড়ি দিয়ে বিকেলে দুবাই পৌঁছাবে “এমভি আবদুল্লাহ”

পারস্য উপসাগরে পাড়ি দিয়ে বিকেলে দুবাই পৌঁছাবে “এমভি আবদুল্লাহ”

পারস্য উপসাগরে পাড়ি দিয়ে বিকেলে দুবাই পৌঁছাবে "এমভি আবদুল্লাহ"

বিএনএ, চট্টগ্রাম: সোমালিয়া উপকূলে দীর্ঘ ৩৩দিন জিম্মি দশা থেকে মুক্ত হয়ে এমবি আব্দুল্লাহ’র গন্তব্য এখন দুবাই আল হামরিয়া বন্দর। সব ভয় কাটিয়ে সে লক্ষ্যে পৌঁছতে পারস্য উপসাগর পাড়ি দিচ্ছে তারা। জিম্মিদশা থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ রোববার (২১ এপ্রিল) সকাল ৮টায় (বাংলাদেশ সময়) পারস্য উপসাগরের কাসাব উপকূল অতিক্রম করছে। স্থানীয় সময় দুপুর ২টা (বাংলাদেশ সময় বিকেল ৪টা) নাগাদ দুবাইয়ের আল হামরিয়া বন্দরে পৌঁছাবে জাহাজটি। জাহাজের অবস্থান নির্ণয়কারী বৈশ্বিক সংস্থা মেরিন ট্রাফিক এ তথ্য জানিয়েছে।

মেরিন ট্রাফিক ডটকম সূত্রে জানা গেছে, গতকাল রাতে এমভি আবদুল্লাহ ওমান সাগর পারি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। জাহাজটি ঘণ্টায় ৯ দশমিক ৩ কিলোমিটার গতিতে দুবাইয়ের দিকে এগুচ্ছে। জাহাজটির অবস্থান ও গতিবেগ অনুযায়ী বাংলাদেশ সময় আজ বিকেল ৪টার মধ্যে দুবাইয়ের আল হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে।

এমভি আবদুল্লাহর ক্যাপ্টেন মোহাম্মদ আবদুর রশিদ জানান, জাহাজের ২৩ নাবিকের সবাই সুস্থ আছেন। দুবাই পৌঁছানোর পর নাবিকদের দুইজন ফ্লাইটযোগে বাংলাদেশে ফিরবেন। বাকি ২১ জন কয়লা খালাসের পর মে মাসের প্রথম সপ্তাহে জাহাজ নিয়ে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে ১৪ এপ্রিল সোমালিয়ার জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত এমভি আবদুল্লাহ সোমালিয়া উপকূল থেকে আরব আমিরাতের দিকে রওনা হয়। জাহাজটি ৫৫ হাজার মেট্রিকটন কয়লা পরিবহন করছে বলে জানান জাহাজটির মালিক পক্ষ কেএসআরএম।

বিএনএনিউজ/ নাবিদ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ