17 C
আবহাওয়া
১১:১৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রাম বন্দরে বিদেশী নাবিকের মৃত্যু

চট্টগ্রাম বন্দরে বিদেশী নাবিকের মৃত্যু

চট্টগ্রাম বন্দর দিয়ে পাকিস্তান থেকে রেকর্ড পেঁয়াজ আমদানি

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পড়ে সিন্ধে ক্রুনাল কুমার গজানন্দ নামের এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন।

বন্দর সূত্র বলছে, শুক্রবার (১৯ জুলাই) দিবাগত রাত ৯ টা থেকে ১০টার মধ্যবর্তী সময়ে এ মৃত্যুর ঘটনা ঘটে। তবে শ্রমিক মৃত্যুর বিষয়টি জাহাজের পক্ষ থেকে বন্দর কর্তৃপক্ষকে অবহিত করেনি বলে জানান বন্দর সচিব ওমর ফারুক।

জানা যায়, নিহত সিন্ধে ক্রুনাল কুমার গজানন্দ ভারতের গুজরাট এলাকার বাসিন্দা। তিনি এমভি ট্রিস্টার ডুগন নামে পানামার পতাকাবাহী জাহাজে ‘অ্যাবল সী-ম্যান’ পদে কর্মরত ছিলেন। অপরিশোধিত চিনি নিয়ে বন্দরে এসেছিল জাহাজটি। যেটির স্থানীয় এজেন্ট হাসান শিপিং লাইনস।

বিষয়টি নিশ্চিত করে রোববার (২১ এপ্রিল) সকালে চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, আলফা অ্যাংকরেজে অবস্থানরত এমভি ট্রিস্টার ডুগন জাহাজে কাজ করার সময় একজন ভকরতীয় নাবিক পিছলে ওপর থেকে ডেকে পড়ে মারা যান। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/ নাবিদ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ