বিএনএ, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত সীতাকুণ্ড উপজেলার ছাত্র-ছাত্রীদের অরাজনৈতিক সংগঠন সীতাকুণ্ড ছাত্র সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাফায়েত বিন আলম সায়েম ও সাধারণ সম্পাদক হিসেবে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আকাশ দাস মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে সীতাকুণ্ডের ডায়মন্ড কনভেনশন হলে (হোটেল ৯৯) উপদেষ্টামণ্ডলীর সিদ্ধান্ত ক্রমে ৩২ সদস্য বিশিষ্ট আংশিক নতুন এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নব কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি এইচ এম শাহরিয়ার সোহাগ, সহ সভাপতি আখলাক চৌধুরী, আরিফ শাহরিয়ার রিজবী, শাহরিয়ার ইসলাম ইমন, শরীফ মাহমুদ তুহিন, মিনা আক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আসিফ, মাঈন উদ্দীন নোমান, মো. তমাল হোসেন, রাহাত আলী, সানজিদা আক্তার স্বর্ণা, অজয় দেবনাথ, শরীফুল ইসলাম, নাজনীন সুলতানা রিফা, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিন উদ্দিন সৌরভ, ইমতিয়াজ আহমেদ সায়মন, সাদমান ইউসুফ সাজিদ, জুবায়ের হোসেন, ইরফানুল মোস্তফা, সহ সাংগঠনিক সম্পাদক তাহমিনা আক্তার, আখিঁ আক্তার, ঈশিতা দাস, তাসনিয়া নুর, সানাউল্লাহ মিনহাজ, লিয়াকত আলী, তামিমা আক্তার এ্যানি, প্রচার সম্পাদক আজম ইফফাত খান, দপ্তর সম্পাদক মোঃ নাঈম ও অর্থ সম্পাদক ইকরাম আহমেদ সিজল।
এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টায় সীতাকুণ্ড ছাত্র সমিতির উদ্যোগে সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ২০২১-২২ সেশনের নবীন শিক্ষার্থীদের বরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৩১ জন নবীন শিক্ষার্থীকে বরণ করে সংগঠনটি।
সীতাকুণ্ড ছাত্র সমিতির সভাপতি মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টামণ্ডলী। এর মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সিরাজী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শোয়ায়েব, সাবেক সভাপতি বখতিয়ার উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আবেদীন আল মামুন, সাবেক সভাপতি আজম উদ্দীন, সাবেক সভাপতি ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক দীপক ভৌমিক, সাবেক সভাপতি রবিন ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক আইনুল কামাল, সাবেক সভাপতি ইকবাল বাহার, সাবেক সাধারণ সম্পাদক এম এ কাইজার রনি, সাবেক সভাপতি ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক নয়ন দেব নাথ, সাবেক সভাপতি ইকবাল মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক এমরান হোসেন রাকিব, সাবেক সভাপতি মোঃ ফয়সাল ও সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহীম সাজ্জাত। এছাড়া আরও বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক আবু মুহাম্মদ কায়সার।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কার্যালয়ের সহকারী পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহীম সাজ্জাদ এবং ৪০ তম বিসিএসে অ্যাসিস্ট্যান্ট একাউন্ট জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত ও সমিতির সাবেক সহ সভাপতি মো. আসাদুজ্জামানকে সংবর্ধনা প্রদান দেয়া হয়।
বিএনএ/এমএফ