বিএনএ,বিশ্বডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলের মাজার-ই-শরিফ শহরে শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে নামাজের সময় বিস্ফোরণ ঘটেছে।বলখ প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান জাবিহুল্লাহ নুরানি বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, প্রাথমিকভাবে অন্তত ২৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
মাজার-ই-শরিফ শহরে তালেবান কমান্ডারের মুখপাত্র মুহাম্মদ আসিফ ওয়াজেরি রয়টার্সকে বলেছেন, শিয়া মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটেছে।
তবে প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের মুখপাত্র জিয়া জেনদাবি বলেছেন, বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছে এবং অর্ধশত মানুষ আহত হয়েছে।
গত বছর তালেবানের ক্ষমতা দখলের পর আফগানিস্তানের বিভিন্ন প্রান্তে ধারাবাহিকভাবে আক্রমণের শিকার হচ্ছে শিয়া জনগোষ্ঠীর মানুষ। পাশাপাশি হাজারা, তাজিক, উজবেকসহ সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপরও ক্রমাগত হামলার ঘটনা ঘটছে।
দু’দিন আগে একই এলাকায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্য করে একাধিক বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিহত হন। যাদের বেশিরভাগই ছিল শিশু। এসময় আহত হয় আরও ১৭ জন।
বিএনএ/ ওজি