৭:১০ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » দুর্দান্ত তামিমে বাংলাদেশের ফিফটি

দুর্দান্ত তামিমে বাংলাদেশের ফিফটি

মুমিনুল

স্পোর্টস ডেস্ক: শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি পাল্লেকেলেতে মাঠে গড়াচ্ছে বল। আর প্রথম টেস্টেই টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক মুমিনুল হক।

এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৫৬ রান। উইকেটে আছেন, তামিম ইকবাল (৪৩) এবং নাজমুল হোসেন শান (১১)।

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারটা দারুণ করেন তামিম ইকবাল। সুরাঙ্গা লাকমালের করা প্রথম দুটি বল ডট দিয়ে তৃতীয় বলে বাউন্ডারি। পরের দুটি বল ডট দিয়ে শেষ বলটা আবারও বাউন্ডারি হাঁকান তামিম। পরের ওভারে বিশ্ব ফার্নান্দোর প্রথম পাঁচটি বল ডট দিয়ে শেষ বলে এলবিডাব্লিউ হয়ে রানের খাতা খোলার আগেই ড্রেসিংরুমে ফেরেন সাইফ হাসান। দলীয় মাত্র ৮ রানেই প্রথম উইকেট হারায় টাইগাররা।

দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তকে নিয়ে প্রথম ধাক্কা সামাল দিচ্ছেন অভিজ্ঞ তামিম।

শ্রীলংকা একাদশ: দিমুথ কুরানারত্নে (অধিনায়ক), লাহিরু থ্রিমান্নে, ওসাদা ফার্নান্দো, পাথুম নিশনাকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জায়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েল্লা (উইকেটরক্ষক), ওয়াইন্ডু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা এবং বিশ্ব ফার্নাদো।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান, এবাদত হোসেন, তাসকিন আহমেদ এবং আবু জায়েদ।

ব্রেকিংনিউজ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ