স্পোর্টস ডেস্ক: স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
পাল্লেকেলের ২২ গজে পেসাররা সুবিধা পাবেন এমন ধারণা আগে দিয়ে রেখেছিলেন মুমিনুল হক। তাইতো দল বাছাইয়ে পেসারদের অগ্রাধিকার দিয়েছেন। তিন পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। দলে রয়েছেন মিরাজ ও তাইজুল। এছাড়া ছয়জন স্পেশালিস্ট ব্যাটসম্যানের সঙ্গে মিরাজ আছেন অলরাউন্ড ভূমিকায়।
বাংলাদেশ দল
মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাশ, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মোহাম্মদ সাইফ হাসান।
শ্রীলঙ্কা দল
দিমুথ করুণারত্নে, লাহিরু থিরিমান্নে, ওশাডা ফার্নান্ডো, পাথুম নিশানকা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকবেলা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্ডো, লাহিরু কুমারা।
বিএনএনিউজ২৪/ এমএইচ