বিএনএ,চট্টগ্রাম: গণমাধ্যমকর্মী নয়। তারপরও প্রেস লিখা স্টীকার লাগিয়ে লকডাউনে ঘুরাঘুরি করে তারা। এমন তিনজন কথিত সাংবাদিকের মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার কাজীর দেউরি মোড়ে পুলিশের নিয়মিত চেক পোস্টে অভিযানে মোটরসাইকেলটি জব্দ করা হয়। বিষয়টি জানিয়েছেন চেকপোস্টে দায়িত্বরত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(সিএমপি)ট্রাফিক বিভাগের সার্জেন্ট তোহিদুল ইসলাম।
তিনি জানান, তিনজন কিশোর প্রেস লিখা একটি বাইকে কাজীর দেউরি মোড় এলাকায় আসলে আমরা তাদের থামনোর সংকেত দিই। এরপর তাদের পরিচয়পত্র দেখাতে বললে তারা দেখাতে পারেনি। তাই তাদের মোটরসাইকেল গুলো জব্দ করা হয়।
তিনি আরো জানান, তাদেরকে“কোন পত্রিকায় কাজ করেন ” এমন জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, প্রেস লিখা স্টীকার লাগিয়ে কোন কারণ ছাড়া লকডাউনে ঘুরাঘুরি করেন। এসময় কাগজপত্র না থাকায় এবং অযৌক্তিক কারণে রাস্তায় বের হওয়ায় মোট ৩ টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
বিএনএনিউজ/মনির